মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।