বিনোদন ডেস্ক
জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজনা ও পরিচালনাতেও সফল তিনি। ক্যারিয়ারে সফলতার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল তিনি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা, প্রযোজনা সংস্থা ও নানা চুক্তি আর অ্যান্ডোর্সমেন্ট থেকে বিশাল অর্থ আয় করেন আমির। জন্মদিনে জেনে নেওয়া যাক কোন খাত থেকে কত আয় করেন তিনি।
২০২১ সালে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন অনুসারে, আমির খানের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৭৮০ কোটি রুপির বেশি। তাঁর বাৎসরিক আয় ১৫০ কোটি রুপির বেশি।
অভিনেতা হিসেবে ক্যারিয়ারে ‘লগান’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস’, ‘গজনি’র মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায় সফল আমির। তাঁর প্রযোজনা সংস্থা, আমির খান প্রোডাকশনের অধীনে, তিনি ‘লগান’ এর মতো ব্যবসায়িকভাবে সফল সিনেমা। তাঁর পরিচালিত ‘তারে জমিন পার’ দর্শকপ্রিয়তার সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল।
প্রতিটি সিনেমায় আমির খান ৮৫ কোটি থেকে ১০০ কোটি রুপি নিয়ে থাকেন। কিছু কিছু সিনেমায় লভ্যাংশের শেয়ারও নেন তিনি। কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য ১০ থেকে ১৫ কোটি রুপি চার্জ করেন আমির।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমির খানের বিনিয়োগ রয়েছে, এর মধ্যে সিকোইয়া ক্যাপিটাল, ম্যাট্রিক্স পার্টনার্স ও কালারি ক্যাপিটাল উল্লেখযোগ্য। এ ছাড়া বেঙ্গালুরু ভিত্তিক ফার্নিচার কোম্পানি ফুর্লেনকোতে তাঁর বিনিয়োগ আছে, কোম্পানিটির বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি রুপির বেশি।
বিশাল অংকের আয় যেমন করেন, সামাজিক ও বিভিন্ন মানবিক কাজে খরচও তেমন করেন আমির। তাঁর দাতব্য সংস্থা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তায় কাজ করে।