হোম > বিনোদন > বলিউড

মারাত্মক পাখি ভীতি রয়েছে কিয়ারার

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অসাধারণ অভিনয় ও সৌন্দর্যে দর্শকদের মন কেড়েছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। জেনে অবাক হবেন, এই অভিনেত্রীর মারাত্মক পাখি ভীতি রয়েছে। 

গত বছরের মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ এর প্রচারে ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’তে উপস্থিত হয়েছিলেন কিয়ারা। সেখানেই তিনি তাঁর ‘অদ্ভুত’ এই ভীতির কথা প্রকাশ করেছিলেন। কপিল শর্মা যখন কিয়ারাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কীসে ভয় পান? তখন অভিনেত্রী বলেছিলেন, তিনি পাখি ভীতিতে ভুগছেন। 

কিয়ারা পূর্বেও অন্য আরেকটি সাক্ষাৎকারে তাঁর এই ভীতির কথা প্রকাশ করেছিলেন। নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার নেহা’ এর সিজন-৫ এ তিনি বলেছিলেন, ‘আমার পাখি ভীতি আছে। পাখি দেখলেই আমি ভয়ে কাঁদতে শুরু করি। সোনাম কাপুর যে ‘মাসাকালি’ গানটিতে অভিনয় করেছিলেন, তা আমার পক্ষে কখনই করা সম্ভব হতো না। যদি কেউ আমাকে চলচ্চিত্রে এমন কিছু করার প্রস্তাব দেয়, আমি অভিনয় ছেড়ে দেব।’ হেসে বলেন কিয়ারা। 

কিয়ারা আদভানি গত ৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ‘শেরশাহ’ সিনেমায় মন দেওয়া নেওয়ার পর বিয়ে করেন জনপ্রিয় এ জুটি।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন