বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অসাধারণ অভিনয় ও সৌন্দর্যে দর্শকদের মন কেড়েছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। জেনে অবাক হবেন, এই অভিনেত্রীর মারাত্মক পাখি ভীতি রয়েছে।
গত বছরের মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ এর প্রচারে ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’তে উপস্থিত হয়েছিলেন কিয়ারা। সেখানেই তিনি তাঁর ‘অদ্ভুত’ এই ভীতির কথা প্রকাশ করেছিলেন। কপিল শর্মা যখন কিয়ারাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কীসে ভয় পান? তখন অভিনেত্রী বলেছিলেন, তিনি পাখি ভীতিতে ভুগছেন।
কিয়ারা আদভানি গত ৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ‘শেরশাহ’ সিনেমায় মন দেওয়া নেওয়ার পর বিয়ে করেন জনপ্রিয় এ জুটি।