মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী আজ। আর এই বিশেষ দিনে বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর পরবর্তী সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ঘোষণা করেছেন। সিনেমাটিতে ভারতের প্রথম আকাশপথে যুদ্ধের গল্প উঠে আসবে।
ষাটের দশকে ভারত-পাকিস্তানের মধ্যকার আকাশপথে যুদ্ধের ঘটনা তুলে ধরা হবে সিনেমাটিতে। প্রসঙ্গত এই ঘটনাটি ঘটেছিল লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই।
সর্বশেষ মুক্তি পাওয়া ‘ওএমজি ২’-এর সাফল্যের পর বড় চমকই দিলেন অক্ষয়। আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি।
ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটাও দেখা গেছে ভিডিওটির ঝলকে।
ভিডিওটিতে আরও জানানো হয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির পরিচালনার দায়িত্ব সামলাবেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি।