বিনোদন ডেস্ক
ফিরেছেন কপিল শর্মা। দর্শকদের আগের মতোই আনন্দ দিচ্ছেন। ‘দ্য কপিল শর্মা শো’- নতুন সিজনও দর্শকদের মাঝে আলোচনা তৈরী করেছেন। তবে মাঝে কয়েক মাস বন্ধ ছিল এই শো। যে শো কপিলকে বিখ্যাত করেছে। আগে জানা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে এই শো বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছিলেন এতদিন। এ বার আরেক কারণ জানালেন এই কমেডিয়ান।
কপিল জানিয়েছেন, অসহ্য পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে উঠতে পারতেন না। সেই পরিস্থিতিতে শো বন্ধ করে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।
কপিল জানিয়েছেন, ব্যথার কারণে তাঁর ব্যবহার বদলে গিয়েছিল। সব কিছুতেই খুব বিরক্ত হয়ে যেতেন। কারণ ব্যথার কোনও সমাধান জানা ছিল না। ‘আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আবার এটাও লোকে বলত, খালি শুয়ে থাকছ, ওজন বেড়ে যাচ্ছে। শুধু সালাদ বা তরল জাতীয় খাবার খাওয়া ছিল আরও বিরক্তিকর। এ সব কিছুই সামলাতে হয়েছে আমাকে’ বলেন কপিল।