বিনোদন ডেস্ক
চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।