অনলাইন ডেস্ক
অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লারাখা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের।
আইনজীবীর ওই বিবৃতিতে বলা হয়েছে—প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানু উভয়ের সম্মতি ও নির্দেশে তাঁদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করা হচ্ছে।
এতে বলা হয়েছে—বিয়ের বহু বছর পর সায়রা ও তাঁর স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দাম্পত্য জীবনে অনেক বড় মানসিক চাপের পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।
এ দম্পতির উভয়েই জোর দিয়ে উল্লেখ করেছেন, সম্পর্কে ‘তীব্র যন্ত্রণা’ ও ‘আঘাত’ থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে অনুরোধ করে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা আরও বেশি কঠিন সময় পাড় করছেন। সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য না করতে ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন তাঁরা।
এ আর রহমানের একমাত্র ছেলে আমিন ইনস্টাগ্রামে এক পোস্টে তাদের ‘পারিবারিক গোপনীয়তা’ রক্ষায় সবার জন্য অনুরোধ করেছেন।