হোম > বিনোদন > বলিউড

অবশেষে দেখা দিলেন শাহরুখ, জন্মদিনে রইল কিছু অজানা কথা

বিনোদন ডেস্ক

জন্ম‌দি‌নে ভক্ত‌দের স‌ঙ্গে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের কিং অব রোমান্স শাহরুখ খান আজ পা রাখলেন ৫৯ বছর বয়সে। বয়স যতই হোক, শাহরুখ সব সময়ই এভারগ্রিন। ২ নভেম্বর শুধু তো তাঁর জন্য বিশেষ দিন নয়, তাঁর কোটি কোটি ভক্তের আবেগ জড়িয়ে আছে দিনটিকে ঘিরে। ২ নভেম্বর মানেই ‘শাহরুখ ডে’। এ দিন দেখা দেন বলিউড বাদশাহ। প্রিয় তারকার দেখা পেতে জন্মদিনের মধ্যরাতে তাঁর বাড়ি মান্নাতের সামনে জড়ো হন হাজারো ভক্ত।

এবারও সেটার ব্যতিক্রম হয়নি। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল মান্নাতের সামনে। কেউ গাইছিল গান, কেউ দাঁড়িয়ে বলিউড বাদশাহর সিগনেচার পোজে, কেউ পরে ছিল শাহরুখের ছবি সম্বলিত টিশার্ট, কারো হাতে শুভ জন্মদিন লেখা পোস্টার, কেউ আবার খাবার বিতরণ করেছে দরিদ্রদের মধ্যে।

তবে অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল না। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরও ভক্তদের দেখা দিলেন না শাহরুখ।

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

জানা গেছে, রাত ১২টার আগেই স্ত্রী গৌরী ও মেয়ে সুহানাকে নিয়ে রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে চলে যান শাহরুখ। অনেকের ধারণা, সম্প্রতি বাবা সিদ্দিকি খুন ও সালমান খানকে প্রাণনাশের হুমকির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণেই শাহরুখ হয়তো এবার ভক্তদের সঙ্গে দেখা করার ঝুঁকি নিতে রাজি হননি।

তবে মান্নাতের বারান্দা থেকে এবার হাত না নাড়লেও কিছু ভক্ত দেখা পেলেন শাহরুখের। শনিবার সন্ধ্যায় শাহরুখের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় ‘এসআরকে ডে’ নামে একটি অনুষ্ঠান। সেখানে শাহরুখের ২৫০ জন ভক্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন গৌরী খান। এ অনুষ্ঠানে শাহরুখ ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন।

শাহরুখের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা কথা—

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

ঘুমাতে যান ভোর পাঁচটায়, জিম মধ্যরাতে

গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি রাতভর জেগে থাকেন। ঘুমাতে যান ভোর ৫টার দিকে। শুটিং থাকলে সকাল ৯টার মধ্যে উঠে পড়েন। শুটিং থেকে ফিরে রাত ২টার দিকে আধঘণ্টা জিমে কাটান। দিনে একবারই খান শাহরুখ। শুটিং থাকলে তাঁর লাঞ্চ যায় বাড়ি থেকে।

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

সকল কাজের কাজী

স্কুল জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি গান, অভিনয়, খেলাধুলা—সব বিষয়ে সমানভাবে পারদর্শী ছিলেন শাহরুখ খান। তাঁর এক সহপাঠী অভিনেতা রাহুল দেব জানিয়েছেন, শাহরুখ পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। স্কুলে মিউজিক্যাল শোগুলোতে তিনি অভিনয় করতেন, গাইতেন, অ্যাথলেটিক্সেও বরাবরই হতেন প্রথম। তবে তিনি ছিলেন বোরিং প্রকৃতির, ক্লাসে কারও সঙ্গে তেমন কথা বলতেন না।

পরিবারের সঙ্গে বলিউড বাদশাহ। ছবি: ইনস্টাগ্রাম

শাহরুখের সম্পদ

সিনেমায় অভিনয় করে কোনো পারিশ্রমিক নেন না শাহরুখ। প্রযোজকের সঙ্গে চুক্তিই থাকে, সিনেমা যদি চলে, তাহলে লভ্যাংশ নেবেন। সিনেমার বাইরে বিজ্ঞাপন ও এনডোর্সমেন্ট থেকে ভালোই আয় হয় তাঁর। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, এখন ৭ হাজার ৩ শ কোটি রুপির মালিক তিনি।

শাহরুখ এই বিপুল অর্থের মালিক হয়েছেন প্রধানত বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে। আইপিএলে ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের মালিক তিনি। এছাড়া, প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টও হয়ে উঠেছে তাঁর আয়ের অন্যতম ক্ষেত্র। এ প্রতিষ্ঠানে এখন ৫ শ জনের অধিক লোক কাজ করেন।

রিয়েল এস্টেটেও বিনিয়োগ আছে শাহরুখের। দিল্লি, লন্ডন, দুবাইসহ বিভিন্ন জায়গায় রয়েছে তাঁর অ্যাপার্টমেন্ট ও বাংলো। রয়েছে দামি গাড়ি ও ঘড়ির বিশাল সংগ্রহ।

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

দাবানলে আটকে পড়ার অভিজ্ঞতা জানালেন নোরা

সেকশন