মুক্তির দুই সপ্তাহ আগে বিপাকে রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ ছবির প্রযোজকেরা। কবির খান, সাজিদ নাদিয়াদওয়ালাদের সঙ্গে নাম জড়াল দীপিকা পাড়ুকোনেরও। প্রতারণার অভিযোগ উঠল ‘৮৩’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতাদের বিরুদ্ধে।
সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী আন্ধেরীর ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি মামলা দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হয়েছে এই মামলা। তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, ব্যবসায়ী প্রায় ১৬ কোটি টাকা দিয়েছিলেন ‘৮৩’ ছবিটি বানানোর জন্য। কিন্তু কোন খাতে কত খরচ হবে—লিখিতভাবে ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি এই ছবি থেকে ভালো পরিমাণ টাকা ফেরত পাবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পাননি তিনি।