Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বিষ্ণোই গ্যাংয়ের হুমকি: বিদেশ থেকে বুলেটপ্রুফ গাড়ি আনছেন সালমান

অনলাইন ডেস্ক

বিষ্ণোই গ্যাংয়ের হুমকি: বিদেশ থেকে বুলেটপ্রুফ গাড়ি আনছেন সালমান

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে জীবন নাশের হুমকি পাওয়ার পর বলিউড তারকা সালমান খান তাঁর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বেশ কিছুদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে আছেন তিনি। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২ কোটি রুপিতে একটি বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন তিনি। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

বলিউডে বহুল পরিচিত মুখ, রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর হত্যার কয়েক দিন পর এই অভিনেতাকে নতুন করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এর পর, তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলিউড সোসাইটি জানিয়েছে, সালমান খান তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম উপায় অবলম্বন করছেন। খরচ করছেন উদারহস্তে। 

বলিউড সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খান একটি বুলেটপ্রুফ নিসান পেট্রল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিনেছেন। যেহেতু গাড়িটি ভারতীয় বাজারে পাওয়া যায় না তাই তাঁকে দুবাই থেকে এটি আমদানি করতে হচ্ছে। গাড়িটির মূল্য ভারতী মুদ্রায় প্রায় ২ কোটি রুপি এবং এটি দ্রুত ভারতে আনার জন্যও বিপুল অর্থ খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অনলাইনে পাওয়া গাড়িটির বৈশিষ্ট্যের ভিত্তিতে জানা গেছে, এই এসইউভিটিতে বেশ কিছু উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। যেমন—বিস্ফোরণ সতর্কতা নির্দেশক, ভারী কাচ যা খুব কাছাকাছি থেকে করা গুলিও প্রতিরোধ করতে পারে এবং ড্রাইভার বা যাত্রীকে শনাক্ত করতে না পারার জন্য ক্যামোফ্লেজ কালো শেড আছে এর কাচে। 

এর আগে, গত বছরও সালমান খান এবং তাঁর বাবা সেলিম খান প্রথমবার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পান। তখনো তিনি আরব আমিরাত থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানি করেছিলেন।

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির