হোম > বিনোদন > বলিউড

মার্ফি না জোলি-কার চেহারা নিতে চেয়েছিলেন এমি জ্যাকসন

বিনোদন ডেস্ক

মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র‍্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র‍্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।

গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।

তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।

এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।

 

২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন