Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

ঢাকায় আসছেন আরবাজ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকায় আসছেন আরবাজ খান

রাজধানীর বনানীতে বলিউড অভিনেতা সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় এসেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। একই উদ্দেশ্যে এবার ঢাকা ও চট্টগ্রামে আসছেন তাঁর আরেক ভাই অভিনেতা আরবাজ খান।

‘বিইং হিউম্যান’ এর পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লথিং’-এর আরও দু’টি আউটলেট চালু হচ্ছে। জনপ্রিয় ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগনে অয়ন অগ্নিহোত্রী এবং ‘বিইং হিউম্যান’ ক্লথিংয়ের চিফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার।

আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশীতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫ -এ উদ্বোধন করা হবে বলে জানানো হয়।

গত বছরের ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লথিং’। উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেওয়া হবে। ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে