Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

‘বাজিগর’ খ্যাত বলিউড অভিনেতা দালিপ তাহিলের ২ মাসের কারাদণ্ড

বিনোদন ডেস্ক

‘বাজিগর’ খ্যাত বলিউড অভিনেতা দালিপ তাহিলের ২ মাসের কারাদণ্ড

বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা দালিপ তাহিল। খল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার তাঁর ভক্তদের প্রতি দুঃসংবাদ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অভিনেতাকে। 

ঘটনাটা ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। ওই রাতে মদ্যপ অবস্থায় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন দালিপ তাহিল। পালিয়ে যাওয়ার সময় দুই পথচারী গতি রোধ করে তাঁকে গাড়ি থেকে নামতে অনুরোধ করেন। এ সময় তিনি ওই পথচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে যান এবং তাঁদের ওপর গাড়ি তুলে দিতে উদ্যত হন। এরপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দালিপ তাহিলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানাহাজতে রাখা হয়।

তখন মুম্বাইয়ের খার থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, দালিপ তাহিল মদ্যপ ছিলেন কি না, তা পরীক্ষার জন্য তিনি রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। পরে অবশ্য জামিনে মুক্তি পান এই অভিনেতা।

তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটরযান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। এবার সেই মামলার সাজা শোনানো হলো।

পাঁচ বছর আগের ঘটনার এই রায় প্রসঙ্গে অভিনেতার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। ‘বাজিগর’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দালিপ তাহিল।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে