বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির সংসারে আবারও নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে।
কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সবকিছু থেকে একপ্রকার আড়ালেই রেখেছেন। এমনকি স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও দেখা যাচ্ছেন না তাঁকে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-আনুশকাকে দেখা গেছে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসে।