বিনোদন ডেস্ক
বড় দিনে সবাইকে চমকে দিয়ে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এত দিন পাপারাজ্জিদের ছবি তুলতে বারণ করলেও, আজ কন্যা রাহাকে সবার সামনে এনেছেন বলিউডের এ তারকা দম্পতি।
এদিন সাদা-গোলাপি ফ্রকে পায়ের লাল ভেলভেট জুতোয় বাবার কোলে দেখা মিলেছে রাহার। কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ান পিসে ছিলেন আলিয়া ভাট। আর রণবীরের পরনে ছিল কালো টি-শার্ট, একই রঙের ডেনিম জ্যাকেট আর জিনস।
অধিকাংশ নেটিজেনদের মতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিচ্ছবি নাতনি। রাহার বড়বড় চোখ আর মিষ্টি হাসিতে মুগ্ধ সবাই। একজন লিখেছেন, ‘পুরো ঠাকুর্দার মুখ বসানো, ঋষি স্যারের কথা মনে পড়ে যাচ্ছে’। অপর আরেকজন লিখেছেন, ‘পুরো পুতুল তো! কী মিষ্টি লাগছে খুদে আলিয়াকে।’