Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

লতার জীবনের এসব খবর জানেন কি? 

অনলাইন ডেস্ক

লতার জীবনের এসব খবর জানেন কি? 

পরপারে পাড়ি জমিয়েছেন ভারতের নাইটিঙ্গেল খ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯২ বছর বয়সী এই গায়িকার। প্রায় ৭০ বছরের ক্যারিয়ারে শ্রোতাদের জন্য গেয়েছেন হাজারের বেশি গান। 

তবে লতা মঙ্গেশকরের এই বর্ণাঢ্য ক্যারিয়ারেও ছিল উত্থান-পতন। আজকের পত্রিকার পাঠকদের জন্য লতা মঙ্গেশকরের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো: 

১. শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন সুপরিচিত মারাঠি থিয়েটার অভিনেতা, সংগীতজ্ঞ ও একজন শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা বলেন, একবার এমন হয়েছিল যে আমার বাবা তাঁর শিষ্যকে কিছু একটা রাগ অনুশীলন করতে বলেছিলেন। আমি কাছাকাছি খেলছিলাম। হঠাৎ রাগের একটি নোট বাজে শোনাচ্ছিল। পরে আমি তাঁকে সংশোধন করছিলাম। আমার বাবা যখন ফিরে আসেন, তিনি এতে অবাক হন।

২. লতা মঙ্গেশকরের প্রিয় সংগীত পরিচালক ছিলেন মদন মোহন। ২০১১ সালের ‘তেরে সুর অর মেরে গীত’ নামে একটি সাক্ষাৎকারে লতা বলেছিলেন, মদন মোহনের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এটা ছিল ভাই-বোনের সম্পর্ক। 

৩. ভারতের রাজ্যসভায় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন লতা মঙ্গেশকর। ১৯৯৯-২০০৫ পর্যন্ত তিনি রাজ্যসভায় সংসদ সদস্য ছিলেন। ওই সময়কে তিনি একটি বাজে সময় বলে আখ্যায়িত করেছিলেন। 

৪. ১৯৭৪ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল লতার। ওই সময় সবচেয়ে বেশি গান রেকর্ড করার বিশ্ব রেকর্ড গড়েন তিনি। কিন্তু সেই দাবির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ রফি। 

৫. লতা মঙ্গেশকর সর্বশেষ ২০১৫ সালে গান রেকর্ড করেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক বছর গান গাওয়া থেকে দূরে ছিলেন লতা।

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ