বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান থেকেই গুঞ্জনের শুরু; বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে প্রেম করছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে লেখালেখি হয়। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়া একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায় তাদের। আর তাই নিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, ‘প্রেমটা বুঝি আর লুকানো গেল না!’
বান্দ্রার চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তাঁরা। আদিত্যর পরণে ছিল কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন পোশাক।
যদিও এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিক অনুষ্ঠানে। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে।
কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছিল আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। বলিউড অভিনেতা মন্তব্য করেছিলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ইংরেজি অক্ষর A দিয়ে শুরু।’ রণবীরের এই মন্তব্যের পরই সেখানের সবাই চুপ হয়ে যান। সবাই সেখানে বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনের কথাই বলেছেন।