হোম > বিনোদন > বলিউড

পাপারাজ্জিদের ক্যামেরায় আদিত্য-অনন্যা, প্রেমের গুঞ্জন গণমাধ্যমে

বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান থেকেই গুঞ্জনের শুরু; বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে প্রেম করছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে লেখালেখি হয়। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়া একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায় তাদের। আর তাই নিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, ‘প্রেমটা বুঝি আর লুকানো গেল না!’

বান্দ্রার চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তাঁরা। আদিত্যর পরণে ছিল কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন পোশাক।

যদিও এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিক অনুষ্ঠানে। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে।

‘কফি উইথ করণ’-এ করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন তিনি কি ‘লাইগার’-এর সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এর পরই করণের মুখে চলে আসে আদিত্য রায় কাপুর প্রসঙ্গ। সেই নাম শুনেই বেশ কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তাঁর ‘ক্রাশ’।

কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছিল আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। বলিউড অভিনেতা মন্তব্য করেছিলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ইংরেজি অক্ষর A দিয়ে শুরু।’ রণবীরের এই মন্তব্যের পরই সেখানের সবাই চুপ হয়ে যান। সবাই সেখানে বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনের কথাই বলেছেন।

উল্লেখ্য, এর আগে অনন্যার সম্পর্ক ছিল বলিউড অভিনেতা শহীদ কাপুরের ভাই ইশান খট্টরের সঙ্গে। এমনকি শহীদের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অনন্যাকে। তবে সেই প্রেম বছরখানেকের বেশি স্থায়ী হয়নি।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র