Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

পাঁচ বছর লিভ ইনের পর সাইফকে কেন বিয়ে, জানালেন কারিনা

বিনোদন ডেস্ক

পাঁচ বছর লিভ ইনের পর সাইফকে কেন বিয়ে, জানালেন কারিনা

এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।

২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।

এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’

সন্তানসহ সাইফ-কারিনাবর্তমানে সাইফ এবং কারিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেন কারিনা।

উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির

অভিনেতা হতে চাননি সালমান

অভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কিসের ইঙ্গিত

গরুর মাংস ছুঁয়েও দেখেন না সালমান খান, কেন

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা