এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।