ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।