হোম > বিনোদন > বলিউড

রাফাহে ইসরায়েলি হামলার প্রতিবাদে সরব বলিউড তারকারা

বিনোদন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও ২৪৯ জন। শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে এবার সরব হয়েছেন বলিউড তারকাদের একাংশ।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে ‘অল আইজ অন রাফাহ’। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আর এই ট্রেন্ডে এবার দেখা গেল—রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাকে।

আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে #AllEyesOnRafah (অল আইজ অন রাফাহ) ব্যবহার করেছেন তিনি। পোস্টটিতে লেখা হয়েছে ‘প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন’ এমন জিনিস, যা প্রতিটি শিশুর অধিকার।

একইভাবে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জারাও একই পোস্ট শেয়ার করেছেন।

গাজায় গত ৭ অক্টোবর নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে রাফাহ শহরের ওই আশ্রয়শিবিরটিতে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ। গত রোববার রাতের হামলায় বাস্তুচ্যুত মানুষের সেই আশ্রয়শিবিরও রেহাই পায়নি। বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, আশ্রয়শিবিরে তাঁবুর ভেতরc নারী, শিশুসহ অনেকে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়।

স্থানীয় সময় গত রোববার (২৬ মে) রাত ৮টা ৪৫ মিনিটে আশ্রয়শিবিরটিতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ইউকের এক বিবৃতিতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো নিরপরাধ বেসামরিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। তার পরও তাদের নৃশংস সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। নারী, শিশুসহ লোকজনকে আশ্রয়শিবিরে তাদের তাঁবুর মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অঞ্চলটিতে ৩৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ১১০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ৩৬ হাজার ৯৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮১ হাজার ১৩৬ জন।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন