টাইগার থ্রি-সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এ খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বলিউড ভাইজান। গতকাল বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এমন তথ্যই দেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্যামেরার দিকে পেছন ফিরে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন সালমান খান। তবে সবারই দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেতার পিঠে সাঁটা বিশেষ টেপ।
সাধারণত শরীরের কোথাও আঘাত পেলে চিকিৎসকের পরামর্শে রোগীরা এই ধরনের টেপ ব্যবহার করেন। সঙ্গে সালমানের লেখা ক্যাপশনটিও অনেকের চোখে পড়েছে। তিনি লিখেছেন, ‘যখন কেউ ভাবে যে সে সারা পৃথিবীর ওজন তার কাঁধে তুলে নিয়েছে, তখন আমি বলি, আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও।’ এরই সঙ্গে অভিনেতা লিখেছেন, ‘টাইগার আহত।’
এর বাইরে আর কিছু লেখেননি বলিউড ভাইজান। সালমানের এই পোস্টের পর ভক্তদের চিন্তা যেন আরও বেড়ে গেছে। কেউ লিখেছেন, ‘কী হয়েছে আপনার? দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ আবার কারও মতে, ‘আহত বাঘ সব থেকে ভয়ংকর।’
‘টাইগার থ্রি’ হলো YRF স্পাই ইউনিভার্সের একটি অংশ। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে সুপার-স্পাই জোয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ এবং ভিলেনের চরিত্রে ইমরান হাশমি অভিনয় করছেন।