অনলাইন ডেস্ক
অভিষেক বচ্চন গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এ উপস্থিত হয়েছিলেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে পুরস্কার দিয়েছিলেন, যাঁর সঙ্গে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা করেছিলেন। এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক। অনুষ্ঠানে একপর্যায়ে অভিষেক মজার এক কথোপকথনে অংশ নেন, যেখানে স্বামীদের জন্য কিছু মজার পরামর্শ দেন। ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুজবের মধ্যেই এই মন্তব্য ভাইরাল হয়েছে।
ভিডিওটি ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপক অভিষেককে বলেন, ‘একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। আপনি এত ভালো পারফরম্যান্স দেন যে সমালোচকেরা কোনো প্রশ্ন তুলতে পারে না। এটা কীভাবে সম্ভব হয়? কীভাবে আপনি এটা করেন?’
মজা করে উত্তর দেন অভিষেক। তিনি বলেছিলেন, ‘ভাই, এটা একদম সহজ। জীবনে একটাই মন্ত্র, যা প্রত্যেক স্বামীকে মনে রাখা উচিত–স্ত্রী যা বলে, সেটা মেনে নাও। আর সেটাই জীবন সুন্দর করে দেয়!’ অভিষেকের এই মন্তব্য শুনে দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।
সাক্ষাৎকারটি একটু মজার মোড় নেয় যখন উপস্থাপক অভিষেকের পরামর্শকে স্ত্রীর নির্দেশ মানার সঙ্গে তুলনা করেন। হাসতে হাসতে অভিষেক যোগ করেন, ‘হ্যাঁ, সব বিবাহিত পুরুষকেই এটা করতে হয়...স্ত্রী যা বলেন, তাই মানতে হয়।’
অভিষেকের এই রসিক মন্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অভিনেতার এই সহজ-সরল এবং হাস্যরসপূর্ণ মন্তব্যে মজেছে নেটিজেনরা।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। ওই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেভাবে সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি!
খবর রটে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি শুরু। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়ায় বউমা ঐশ্বরিয়া চটে যান। এ নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। এর মধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাঁদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে।