বিনোদন ডেস্ক
বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় ‘কমেডি কিং’-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে ‘ফানকার’।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, ‘ফুকরে’ পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম ‘ফানকার’, যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।
কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক।
‘ফুকরে ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ‘দ্য কপিল শর্মা শো’ বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল।