হোম > বিনোদন > বলিউড

ডানকির এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক

শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।

জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’

প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।

উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন