গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।