হোম > বিনোদন > বলিউড

যেসব কারণে বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ। 

‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ 

প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’ 

সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন