বিনোদন ডেস্ক
বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’