বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন ‘প্যারিস ফ্যাশন উইক’-এর ‘ল’ওরিয়াল শোতে অংশ নিতে প্যারিসে রয়েছেন। মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে সেখানে গেছেন তিনি।
‘ল’ওরিয়াল-এর ভারতীয় শুভেচ্ছাদূত হওয়ার কারণে প্রতি বছর এই ইভেন্টে অংশ নেন ঐশ্বরিয়া। গতকাল রোববার রাতে অভিনেত্রীর অনেকগুলো ছবি সামনে এসেছে। যাতে মুগ্ধতা ছড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ঐশ্বরিয়াকে সোনালি রঙের ঝলমলে গাউনে দেখা গেছে। গ্ল্যামারাস গাউনের সঙ্গে মানিয়ে অভিনেত্রীকে সোনালি আভাযুক্ত চুলে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল।
উল্লেখ্য, এবার একজন নয়, বচ্চন পরিবারের দুই সদস্য এই ইভেন্টে অংশ নিয়েছেন। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন।