Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউডের পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? নিজেই জবাব দিয়েছেন ‘গ্যাং অব ওয়াসিপুর’ অভিনেতা। জানিয়েছেন, এসব পার্টিতে ‘প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।’

‘সারফারোশ’ ছবিতে ছোট চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই। ‘বেশির ভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সে রকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন নওয়াজ।

নওয়াজউদ্দিন সিদ্দিকিএখানেই থামেননি নওয়াজ। কোনো লুকোছাপা না করেই জানান যে ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এ কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তাঁর। তিনি বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ-চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিউড পাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।’

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে