Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

সব শাসকই সিনেমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে: মনোজ বাজপেয়ি

বিনোদন ডেস্ক

সব শাসকই সিনেমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে: মনোজ বাজপেয়ি

‘সব সরকারই নিজেদের স্বার্থে সিনেমাকে ব্যবহার করেছে’—সম্প্রতি নিজের এক সিনেমার প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। গত মঙ্গলবার রাতে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সমাজ ও রাজনীতিতে সিনেমার প্রভাব নিয়ে মতামত প্রকাশ করেছেন তিনি।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সিনেমা কি সত্যিই কোনো আন্দোলন গড়ে তুলতে পারে? তাতে মনোজ স্পষ্ট ভাষায় বলেন, ‘আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না।’

মনোজের কথায়, ‘সিনেমা কোনো আন্দোলনের অংশ হতে পারে, কিন্তু সিনেমা নিজে থেকে কিছু করতে পারে না।’

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীতসম্প্রতি বলিউডে প্রোপাগান্ডা সিনেমার ভিড় বেড়েছে। কিন্তু সেটাও নতুন কোনো ট্রেন্ড নয় বলেই মনে করেন অভিনেতা। মনোজের কথায়, ‘প্রতি শাসকই সিনেমা এবং শিল্পকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে এসেছে। এটা কোনো নতুন ঘটনা নয়।’

মনোজ আরও বলেন, ‘সিনেমা হলো সমাজের আয়না, যেখানে আমরা বাস্তবের নানা ঘটনা তুলে ধরি।’ উদাহরণ হিসেবে সত্তরের দশকের অস্থির সময়ের প্রেক্ষিতে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ংম্যান’ ইমেজের কথা বলেন মনোজ। মনোজের মতে, তখন দেশের তরুণ প্রজন্ম বেকারত্ব ও হতাশার সঙ্গে লড়াই করছিল। আর তখনই এমন সিনেমা দেখে তাঁরা তাঁদের আবেগ প্রকাশ করতেন।

উল্লেখ্য, গত বছর মনোজ বাজপেয়ি অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে তিনটিই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রশংসিত হয়েছে ‘গুলমোহর’ এবং ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘জোরাম’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে