Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানি মামলা নওয়াজের

বিনোদন ডেস্ক

সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানি মামলা নওয়াজের

ভাবমূর্তি নষ্টের অভিযোগে সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার আইনজীবী সুনীল কুমার নওয়াজুদ্দিনের পক্ষে মামলাটি করেছেন।

আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। ঠিক সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন ছিলেন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজ। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর-সংক্রান্ত সমস্ত কাজকর্মের দেখভাল করতেন। এমনকি নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন নওয়াজ।

অভিযোগ, সেই সুযোগে নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেন ভাই শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর সাবেক স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করে তোলেন শামসুদ্দিন। দুজনের পরিকল্পনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নওয়াজুদ্দিনের নামে ভুয়ো তথ্য ছড়ানো হয়।

সাবেক স্ত্রীর সঙ্গে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসাবেক স্ত্রী অঞ্জনা পান্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে