বিনোদন ডেস্ক
‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে ২০০০ সালে বড় পর্দায় অভিষেক হয় বলিউড অভিনেতা হৃতিক রোশনের। ছবিতে হৃতিক-আমিশার রসায়নে মুগ্ধ ছিলেন সিনেপ্রেমীরা। দর্শকপ্রিয়তার সঙ্গে সিনেমাটি পায় ব্যবসায়িক সফলতা। সেসময় হৃতিকের পাশাপাশি নজর কেড়েছিলেন আরও এক খুদে অভিনেতা। হৃতিকের ভাই-অমিত এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যে চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অভিষেক শর্মা। মনে পড়ে আছে সেই চরিত্রটির কথা?
‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তি দুই যুগ পেরিয়েছে। সিনেমাটির পর হৃতিক রোশনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে হৃতিকের ভাই অমিতের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই শিশুশিল্পী অভিনেতা অভিষেক শর্মার ক্যারিয়ার এরপর কোথায় গেল, তিনি এখন কেমন দেখতে? এখন কী করেন অভিনেতা অভিষেক শর্মা? এমন প্রশ্ন উঁকি দিতে পারে দর্শকের মনে।
‘কহো না পেয়ার হ্যায়’-এর পর সেবছরই ২০০০ সালে সানি দেওলের সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ ছবিতেও স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক। সেসময় যে শিশুশিল্পীদের দর্শক আজও মনে রেখেছেন তাঁদের মধ্যে অভিষেক অন্যতম।
বড় হওয়ার পর অভিষেক শর্মা এখন টিভি তারকা। ভারতের টেলিভিশন অভিনেতাদের মধ্যে অন্যতম নাম তিনি। ২০০৮ সালে ‘মিলি যাব হাম তুম’ সিরিয়ালের মাধ্যমে টেলিপর্দায় ডেবিউ হয় তাঁর। তারপর থেকে, তিনি বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। যেগুলোর মধ্যে অন্যতম ‘গায়াব মোড অন’, ‘দিল দিয়ান গ্যাল্লন’।