Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে সালমান!

বিনোদন ডেস্ক

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে সালমান!

মুম্বাই বিমানবন্দরে বলিউড ‘ভাইজান’ সালমান খানের পথ আটকালেন সেখানকার নিরাপত্তা বাহিনী। এমন পদক্ষেপে খুশি সাধারণ মানুষরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিরাপত্তা বাহিনীর প্রশংসা করছেন। কিন্তু ঘটেছে টা কী?

জানা যাচ্ছে, শুক্রবার গাড়ি থেকে নেমে, বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী না মেনে সোজা মেইন গেটে ঢুকতে যান সালমন খান । আর তখনই বিমানবন্দরে থাকা নিরাপত্তা বাহিনী তাঁকে আটকে দেন। জানা যাচ্ছে, ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে আগামী ২ মাসের জন্য রাশিয়া উড়ে যাচ্ছেন সালমান। তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। তবে সালমান না দাঁড়িয়ে দ্রুত গতিতেই মেইন গেটের দিকে এগিয়ে যান। তবে নিরাপত্তা বাহিনীর বাধায় থমকে যেতে হয় ভাইজানকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ঘিরে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, ‘সাহস করে নিরাপত্তা বাহিনী সালমানের পথ আটকিয়ে তারা তাদের কাজটাই করেছে।’ কারও কথায়, ‘সিআইএসএফ-র পোশাকের মূল্য’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

প্রসঙ্গত, টাইগার-৩ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। দেখা যাবে ইমরান হাশমিকেও।

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ