বিনোদন ডেস্ক
টিভির পর্দায় আবারও শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বিগ বস’। ২ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে কালারস চ্যানেলে প্রচারিত হবে নতুন সিজনের প্রথম পর্ব। এরপর সোম থেকে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে এবং শনি ও রোববার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিগ বস ১৫’–এর চার প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে। এই চারজন হলেন দোনাল বিষ্ট, শমিতা শেঠি, উমর রিওয়াজ আর নিশান্ত ভাট।
এবারও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন বলিউড ভাইজান সালমান খান। ছবির শুটিংয়ের কারণে এত দিন অনুষ্ঠান থেকে দূরে ছিলেন তিনি। শুটিং শেষে ফিরলেন ‘বিগ বস’-এর ফ্লোরে।