বিনোদন ডেস্ক
গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খান বলেছিলেন, পত্রিকা পড়ে ও টিভি দেখে তিনি আতঙ্কিত। ভারতজুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তাঁর স্ত্রী কিরণ রাও। কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় একশ্রেনী বলছেন, ভারতকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! অনেকে বয়কটের ডাকও দিয়েছেন। আমির খান ইতিমধ্যেই এ নিয়ে মুখ খুলেছেন, তাঁকে সবাই ভুল বুঝছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় লাল সিং চাড্ডা।
আমিরের বিরুদ্ধে চলা এই বয়কটের ডাক নিয়ে কঙ্গনা রনৌত চুপ রইলেন না। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। কঙ্গনার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই।
হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক ‘লাল সিং চাড্ডা’। অভিনয় করেছেন আমির খান আর কারিনা কাপুর। করোনা আর লকডাউনের কারণে বারবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।