বিনোদন ডেস্ক
ভালোবাসা পেল পূর্ণতা, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি। গতকাল রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন পরিণীতি। এতটাই কড়া নিরাপত্তা ছিল যে গতকাল রাতে বিয়ের কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। পরদিন সকালে নিজেই সেই ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী।
বিয়েতে পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। এর সঙ্গে ম্যাচিং করেই পরেন ওড়না। আর ওড়নাটা ছিল বিশেষ, কারণ তাতে সোনালি সুতোয় হিন্দিতে লেখা ছিল রাঘবের নাম।
অভিনেত্রী এদিন তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।’
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।