গতকাল মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয় পায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। মাঠে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষে মধ্যরাতে দলের সঙ্গে হোটেলে ফেরেন অভিনেতা। আজ বুধবার বেলা ১১টার দিকে অসুস্থতা বোধ করেন তিনি। এরপর বেলা ১টায় অভিনেতাকে আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। পিঙ্কভিলা জানিয়েছে, শাহরুখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোটেলে পাঠানো হয়েছে। তবে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
পিঙ্কভিলা হাসপাতাল সূত্রের বরাতে নিশ্চিত করা হয়েছে, পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান।
কেকেআর জিতে যেতেই মাঠে নেমে আসেন শাহরুখ। মাঠে আসা দর্শকদের প্রতি ভালোবাসাও জানান। সেই সময় সম্প্রচারকারী সংস্থার হয়ে পোস্ট ম্যাচ শো করছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল ও সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই শোর ক্যামেরার সামনে এসে যান শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষমা চান তিনি। এরপর একে একে জড়িয়ে ধরেন সাবেক তিন ভারতীয় ক্রিকেটারকে।