২৭ দিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লতা মঙ্গেশকরের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘বীর জারা’। একই নামে সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায়। লতা মঙ্গেশকরের শেষ গান ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি...’। এটি ২০১৯ সালের মার্চে প্রকাশিত হয়। গানটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গাওয়া হয়েছিল।
গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এর পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল।
করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তই নয়, উদ্বেগে ছিলেন চিকিৎসকেরাও। করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি।
লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন: