সালমান মানেই যেন অ্যাকশন। গত কয়েক বছরে সালমান খান বেছে নিয়েছেন একের পর এক অ্যাকশনধর্মী ছবি। দর্শক মিস করছিলেন সালমান খানের কমেডি ছবি। তিনি নিজেও হয়তো মিস করছিলেন। আর তাই তো নতুন ছবি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন সালমান।
সম্প্রতি সালমান খানের দুটি ছবির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটি ‘অ্যাডভেঞ্চার’ ঘরানার। ৩০০ কোটি বাজেটের এই ছবির প্রযোজক হিসেবেও থাকছেন সালমান খান। অন্যটি নির্মাতা আনিস বাজমীর নতুন কমেডি ছবি। আগামী বছরের শুরুতে এই সিনেমার শুটিং শুরু হবে। পুরোদস্তুর কমেডি ধাঁচের হবে ছবিটি।
সালমান খান বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘ভাইজান’ ও রবীন্দ্র কৌশিকের বায়োপিকে অভিনয় করছেন। তামিল ছবি ‘মাস্টার’-এর রিমেকে সালমানের কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সালমান জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিমেক করতে আগ্রহী নন তিনি। প্রযোজক মুরাদ খাতানির একটা কোরিয়ান ছবির রিমেকেরও কথা ছিল। সেটাও ‘না’ করে দিয়েছেন; বরং মুরাদ খাতানিকে প্রযোজনায় রেখেছেন আনিসের ছবিটির জন্য।
সর্বশেষ খবর, এ সপ্তাহেই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। টানা ৪০ দিন শুটিং করবেন তুরস্ক, রাশিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।