Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বলিউড নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ববি দেওল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বলিউড নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ববি দেওল

‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।

ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’

নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’

বলিউড অভিনেতা ববি দেওল। ছবি: সংগৃহীতএখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’

তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ