গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।
এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।
সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।