হোম > বিনোদন > বলিউড

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

অনলাইন ডেস্ক

অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত

একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।

গতকাল শনিবার ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা। মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে সেটের ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে আহত হন অভিনেতা।

জানা গেছে, শুধু অর্জুন কাপুর নন, অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও আহত হয়েছেন।

শুটিং সেটের কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি, ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। তবে গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকে মারাত্মক জখম হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের পোড়োবাড়িকে তো আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে, প্রযোজনা সংস্থার তরফে সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন মারাত্মক ঘটনা ঘটে।

অশোকও কনুই ও মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন