বিনোদন ডেস্ক
দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।