বিনোদন ডেস্ক
দুই মাসের জন্য মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে থাকছেন আমির খান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ মায়ের পাশে থাকতে হাসপাতালের কাছেই একটি হোটেলে উঠেছেন তিনি। আর সেখানেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে আটকা পড়েছিলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চেন্নাইয়ে আটকে পড়া বলিউড অভিনেতা আমির খানকে উদ্ধার করে সাধারণ নাগরিকদের সঙ্গে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চেন্নাইয়ের কারপাক্কাম এলাকায় প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর দমকল বাহিনী ও উদ্ধারকারীরা অভিনেতাকে উদ্ধার করেন। জলাবদ্ধতার কারণে তিনি পানি, বিদ্যুৎ ও মোবাইলের নেটওয়ার্ক ছাড়াই ছিলেন।
বন্যা পরিস্থিতিতে তামিলনাড়ুর সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা তারকা বিষ্ণু বিশাল। বন্যা পরিস্থিতিতে সেখানকার স্থানীয় সরকারের কাজেরও প্রশংসা করেন তিনি। দিন দু-এক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন বিষ্ণু। বাড়ির ছাদে বসে যে ছবি তুলে এক্সের পোস্ট করেছিলেন তিনি, তাতে দেখা যায়, বাড়ির একটি তলা প্রায় পানির নিচে। বিদ্যুৎ নেই, ছিল না মোবাইলের নেটওয়ার্কও।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। বৃষ্টির কারণে চেন্নাইয়ে গত সোমবারই পাঁচজনের মৃত্যু হয়েছে।