ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।