ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?