হোম > বিনোদন > বলিউড

মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

বিনোদন ডেস্ক

‘পরিণীতা’ খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, চলছিল ডায়ালাইসিস। কিন্তু হঠাৎ করেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে তাঁর। গতকাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এই নির্মাতা।

প্রদীপ সরকারের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। আজ শুক্রবার সকালে তিনি লিখেছেন, প্রদীপ সরকার, ‘দাদা, আপনার আত্মার শান্তি হোক।’

বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রদীপ সরকারের। বাঙালি পরিচালক হয়েও মূলত মুম্বাইয়েই কাজ করতেন তিনি। তাঁর নির্মিত সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি সিনেমা সফলতা এনে দিয়েছিল। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর তাঁর নির্মিত ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এরপর আরও একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন প্রদীপ। এর মধ্যে ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’র (২০১৮) মতো সিনেমা উল্লেখযোগ্য।

প্রদীপের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। শোকবার্তা দিয়েছেন অভিনেতা অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। 

ওটিটি প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন প্রদীপ সরকার। ‘কোল্ড লস্যি অউর চিকেন মাশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি।

গত বছর কঙ্গনা রানাউতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। সিনেমাটির প্রিপ্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখেই মারা গেলেন এই বাঙালি পরিচালক।

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

সেকশন