হোম > বিনোদন > বলিউড

অভিনয়ে দীর্ঘ বিরতি, পাহাড়ে প্রাসাদ বানাচ্ছেন ইমরান

ইমরান খানের বলিউডে অভিষেক ঘটে শিশুশিল্পী হিসেবে। মামা আমির খানের একটি সিনেমায় দেখা যায় তাঁকে। ২০০৮ সালে ‘জানে তু ইয়ে জানে না’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় সুযোগ পান। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে কয়েকটি ছাড়া বেশির ভাগই আলোর মুখ দেখেনি। একপর্যায়ে বলিউড থেকে ছিটকে পড়েন এ অভিনেতা। 

দীর্ঘ নয় বছর রুপালি পর্দা থেকে দূরে ইমরান খান। এক সময় খবর রটে আর্থিক দুর্দশায় রয়েছেন তিনি। এর মধ্যে বিয়ে ভেঙে গেছে। অবশ্য সম্প্রতি নতুন প্রেমে জড়িয়েছেন। এখন জানা যাচ্ছে, পাহাড়ে প্রাসাদ বানাচ্ছেন ইমরান। ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কিছু ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা–কল্পনা। 

গত শনিবার ইনস্টাগ্রামে একসঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইমরান। সবুজ পাহাড়ে ঘেরা চারপাশ। পাহাড়ের কোলে উঁকি দিচ্ছে একটি বাড়ি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এর ভেতরটা কত নান্দনিক! বাইরেরটা পাহাড়ে নির্মিত আর দশটা বাড়ির মতোই সাধারণ। 

ইমরান তাঁর ইনস্টাগ্রামের পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করে জানিয়েছেন, পাহাড়ের কোলে নিজের জন্য একটি বাড়ি নির্মাণ করছেন। কোনো খ্যাতনামা গৃহসজ্জাশিল্পী অথবা ইঞ্জিনিয়ার নন, বরং স্বপ্নের এ প্রাসাদ তৈরির দায়িত্ব নিয়েছেন নিজেই। বেশ কয়েক বছর ধরেই এই বাড়ি তৈরির কাজে ব্যস্ত। পাহাড়ি এলাকার আশপাশের বাড়িগুলো যেই নকশা ও স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয় হুবহু সেরকম করেননি ইমরান। তবে বিলাসবহুল ভিলাও তৈরি করতে চাননি। 

ইনস্টাগ্রামে ইমরান লেখেন, ‘আমি বহুবার সেখানে গিয়েছি। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখেছি। সামনেই একটি পাহাড়ি ঝরনা রয়েছে। এক এক ঋতুতে তার এক এক রূপ! বর্ষায় তার জলস্রোত একেবারেই অন্য রকম!’ 

ইমরান খান প্রকৃতির মাঝে বসে অন্দরের নকশা কাগজে–কলমে এঁকেছেন। এরপর কনট্রাক্টর এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করেছেন। ইমরানের বক্তব্য, বাড়িটি এমনভাবে তৈরি করতে চান, যেখানে অন্দরমহল থেকেও বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বাড়িটি এখনো সম্পূর্ণ বানানো হয়নি। নির্মাণকাজ চলছে। সেই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। 

ইমরান জানান, তাঁর বাড়ির মেঝে পাথর দিয়ে তৈরি করা হবে। ইটের দেয়ালগুলো বিশেষ ভাবে নির্মাণের চিন্তাভাবনা করেছেন তিনি। তা ছাড়া থাকবে ইস্পাতের বিমযুক্ত ছাদ, সঙ্গে অভিনব ছাউনি। 

বাড়ি তৈরি করছেন তা জানিয়েছেন ঠিকই, কিন্তু সে বাড়ির ঠিকানা জানাননি ইমরান। বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার আগে বহু বার সেখানে ঘুরতে গিয়েছেন—শুধু এইটুকুই জানিয়েছেন তিনি। 

সর্বশেষ ২০১৫ সালে অভিনেত্রী কঙ্গনা রানৌতের সঙ্গে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় দেখা যায় ইমরানকে। ২০১১ সালে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। বিয়ের তিন বছর পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তান আসে। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই বলি অভিনেতা।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র