বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার এবার হাত মেলাতে চলেছেন বলিউডের ভাইজানের সঙ্গে—এমনটাই গুঞ্জন বলিপাড়ায়। এর আগে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাটলি পেয়েছেন সফলতা। নয়নতারার সঙ্গে জুটি বেঁধে শাহরুখের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে এই সিনেমার দারুণ সাফল্য নজর কেড়েছে।
‘জওয়ান’ মুক্তির পরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে সিনেমার কাজ শুরু করেন অ্যাটলি। সিনেমাটির জন্য নাকি ৮০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেতা। প্রযোজনা সংস্থা নাকি প্রাথমিকভাবে সেই পারিশ্রমিক দিতে রাজি হয়নি আল্লুকে।
এর পরই সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় অ্যাটলি কুমারের। চিত্রনাট্য পড়ে নাকি সবুজ সংকেত দিয়েছেন ভাইজান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর, চিত্রনাট্য নিয়ে আলোচনা সেরেছেন সালমান। খুব তাড়াতাড়ি নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। প্রযোজনার কথা রয়েছে সান পিকচার্সের। সংগীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্রর। সালমান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ শেষ করার পরেই নতুন কাজ নিয়ে কথাবার্তা চূড়ান্ত করবেন। অ্যাটলির হাত ধরে শাহরুখের ব্লকবাস্টার হিটের পর এবার সালমানের পালা।