Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

শাহরুখ পরিবারের সঙ্গে সালমানের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক

শাহরুখ পরিবারের সঙ্গে সালমানের ছবি ভাইরাল

গতকাল ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে সবার নজর কেড়েছে শাহরুখ পরিবারের সঙ্গে সালমান খানের ফটোসেশন। সালমানের সঙ্গে ও শাহরুখের পরিবারের ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল! 

 ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চাচা-ভাতিজা এক ফ্রেমেসামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে সালমান খানকে গৌরী খান, আরিয়ান ও সুহানার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এরপর সালমানের সঙ্গে একা ছবি তুলতে দেখা যায় আরিয়ানকে। ছবি তুলা শেষে সালমানের সঙ্গে হাতও মেলান শাহরুখ পুত্র। চাচা–ভাতিজার ছবি তুলে শেষ হলে, সালমানের সঙ্গে গৌরী খান, আরিয়ান ও সুহানাকে একসঙ্গে ছবির জন্যও পোজ দিতে দেখা গেছে।

সালমান খান তবে অনুষ্ঠানে শাহরুখ খানকে ক্যামেরায় পোজ দিতে দেখা না গেলেও শাহরুখের ম্যানেজারের শেয়ার করা কিছু ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়। 

শাহরুখ খানগতকাল শুক্রবার মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট, আমির খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান, কারিনা কাপুর, নীতু সিং, হেমা মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সহ আরোও অনেকে তারকা।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে