হোম > বিনোদন > বলিউড

ছুরির আঘাতে আহত হননি সাইফ আলী খান, তদন্তে নতুন মোড়

অনলাইন ডেস্ক

সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। অভিনেতার বান্দ্রার বাড়িতে ১৯টি আঙুলের ছাপের কোনোটিই অভিযুক্ত শরিফুল ইসলামের ছাপের সঙ্গে মেলেনি। এর মধ্যে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের দেওয়া তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাইফের শরীরের ক্ষতগুলো ছুরির নয়, ভোঁতা অস্ত্রের বলে জানায় ফরেনসিক বিভাগ।

গতকাল শনিবার লীলাবতী হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞ দীনেশ রাওয়ের দেওয়া এক বক্তব্যে এমন ধোঁয়াশা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লীলাবতী হাসপাতাল বান্দ্রা পুলিশকে জানিয়েছিল, ছুরির আঘাতে গুরুতর জখম অভিনেতা। এদিকে ফরেনসিক তদন্ত অনুযায়ী, সাইফের শরীরের ক্ষতগুলো কোনো ভোঁতা অস্ত্রের আঘাতে হয়েছে।

ফরেনসিক বিশেষজ্ঞ এ প্রসঙ্গে চিকিৎসক ভার্গবী পাতিল স্বাক্ষরিত বিবৃতির উল্লেখ জানান, ভার্গবী লিখেছেন, সাইফের ‘ক্ষত’ ভোঁতা অস্ত্রের কারণেই হয়েছে।

লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের দাবি, সাইফের মেরুদণ্ডের কাছ থেকে ছুরির ২ দশমিক ৫ ইঞ্চির একটি টুকরো তাঁরা অস্ত্রোপচার করে বের করেছেন। পুলিশের পাল্টা দাবি, ছুরির দ্বিতীয় টুকরো তারা অভিনেতার বাসভবন থেকে এবং আরও একটি টুকরো বান্দ্রা তালাওয়ের কাছ থেকে উদ্ধার করেছে। সম্ভবত পালিয়ে যাওয়ার সময় ঘাতক এটি সেখানে ছুড়ে ফেলেছিল।

তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে নানান প্রশ্ন ঘুরছে জনমনে। যেমন হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, রাত ২টা ৩০-এর দিকে সাইফের ওপরে হামলার ঘটনা ঘটে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভোর ৪টা ১১-মিনিটে। প্রশ্ন উঠেছে, সারা শরীরে ক্ষত নিয়ে দুই ঘণ্টা বাড়িতে কী করছিলেন তিনি ও তাঁর পরিবার?

এদিকে হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, সাইফকে একজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। প্রাপ্তবয়স্ক লোকটি অভিনেতার বন্ধু আফসার জ়াইদি। সঙ্গের শিশুটি হতে পারে তৈমুর। অথচ সেই সময় অভিনেতার স্ত্রী কারিনা কাপুর বাড়িতে। তা-ও কেন হাসপাতালে যাওয়ার জন্য বন্ধুকে ফোন করেছিলেন অভিনেতা? এই প্রশ্নেরও জবাব মেলেনি।

আমিরের ‘সিতারে জমিন পার’ আসবে ডিসেম্বরে

ষাট বছর আটকেছেন ৩০-এ, যা বললেন শাহরুখ

কঙ্গনার ‘ইমার্জেন্সি’তে শেখ মুজিবুর রহমানের সংলাপ নিয়ে বিতর্ক

কেন সন্ন্যাসী হলেন বলিউড তারকা মমতা কুলকার্নি, কিছু বিশেষ তথ্য

লাস্যময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি এখন সন্ন্যাসী

পাঠ্যবইয়ে সম্রাট আকবর-আওরঙ্গজেবে আপত্তি অক্ষয়ের

ভিকি-রাশমিকার ছাভা সিনেমার ট্রেলারে মুগ্ধ আলিয়া

সারার সঙ্গে প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন বিজেপি নেতার ছেলে অর্জুন

সাইফ আলী খানের নিরাপত্তায় আরেক বলিউড অভিনেতা

সাইফকে প্রাণ বাঁচানো অটোচালককে ১১ লাখ টাকা দেওয়ার দাবি তুললেন মিকা সিং

সেকশন